Galti Lyrics
Vishal Mishra, Kaushal Kishore
Gaani Amar Sadher Jibon Lyrics | গানই আমার সাধের জীবন | Kumar Sanu Lyrics
LyricsForest 1354
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ,
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ।
সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা
পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা,
সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা
পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা,
দুহাত বাড়িয়ে দিয়ে আমি
সবাইকে ভেবেছি আপন ..
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ।
করিনি হিসাব কভু কি পেয়েছি আমি
কোনটার দাম নেই, কোনটা যে দামি,
করিনি হিসাব কভু কি পেয়েছি আমি
কোনটার দাম নেই, কোনটা যে দামি,
সাতটি সুরের রং দিয়ে
সাজিয়েছি গানের ভুবন,
সাতটি সুরের রং দিয়ে
সাজিয়েছি গানের ভুবন,
সাতটি সুরের রং দিয়ে
সাজিয়েছি গানের ভুবন ..
গানই আমার সাধের জীবন
গানই আমার হবে সুখের মরণ,
গানই আমার হবে সুখের মরণ।
Video isn't started? Click me to watch on youtube.
Newly Arrived